বন্ধুকে কেউ গিফট দিয়ে দেয়
অকাতরে একটি কথায়
এক কোটি বিশ দাম যা এখন
এমন নতুন ফরেন গাড়ি !
তোকে ও দেখি পরাচ্ছে কেউ
বাইশ কেজি সোনার শাড়ি !
এর বেলা কি এক্সাইজের
ট্যাক্সো দিতে হয় না ?
আমার ঘরের নির্মলা যে
অটোয় যেতে পায়না ।
খালি পায়ে ইস্কুলে যায়
মাইলো খেতে মাইল হেঁটে যায়
গা-মুড়ে ওর বাড়তি বয়েস
ঢাকতে সুতির ওড়নাটা ও
এই যে এখন পুজোর সময়
কিনতে পারা যায় না ।
এ-সব দেখে বল্ দেখি মা
হিংসে কী আর হয় না ?
এমনতরো একচোখোমি
প্রাণে যে আর সয় না ।
তোর গায়েতে এখান ওখান
বিশ ভরিটাক গয়না !
দু এক ভরির তরে মোদের
মেয়ের বিয়ে হয় না !!
দেখে শুনে বল মা মনে
হিংসে কী আর হয় না ?
এমনতরো একচোখোমি
প্রাণে যে আর সয় না ।