( এখানে মেঘ গাভীর মত চরে --শক্তি চট্টোপাধ্যায় ।)


আরে ! আরে ! ডিঙিয়ে বেড়া ঢুকলো কারা দেখ্ তো রে !
আমাদের এই আকাশমাঠে কাদের পাড়ার মেঘ চরে !!
মোদের পাড়ার মেঘগুলো তো এমন কালো মোটেই না ।
কক্ষণো তো ল্যাজটা তুলে অমন জোরে ছোটেই না !
আজকে আবার কী হোলো যে ,ছুটতে হবে এমনটি ?
দমকলে কি বাজিয়ে দিল বিপদকালীন সে ঘন্টি ?
হচ্ছেটা কি পাড়ায় এখন মেয়ে মরদ মেঘগুলা ।
নাচছে এমন পাগলা হাওয়ায় মেঘমেয়েরা চুলখোলা ।
কাদম্বিনী লক্ষী মেয়ে , অলক ছেলে মন্দ না ।
ঊর্ণা এবং ঝঞ্ঝা দুজন মুক্ত এখন , বন্ধ না ।
কোদালে মেঘ , কুড়ুলে মেঘ , সিঁদুরে বা হাঁড়িয়া
মেঘবালিকা দেখলে বাদল থুতনিটা দেয় নাড়িয়া !
রাঙা মেঘে মন মজেছে প্রলয় এবং পুষ্করের ;
ঝঞ্ঝা বেগে পুঞ্জমেঘের চলছে প্রণয় অম্ভোদের ।
দাঁত কিড়মিড় মেঘ গম্ভীর জীমূতেন্দ্র , বাতধ্বজ ।
যমের মহিষ শৃঙ্গ উঁচায় যেই দেখেছে ইন্দ্র-গজ ।
আমাদের এই আকাশ পাড়ায় চরতো আগে বকনা গাই ।
ষণ্ডেরা সব ভণ্ডতো নয় কাণ্ড কোনো ঘটেই নাই !!