(দুটোই গায়ে গায়ে । দাদু-দিদার বিয়েবার্ষিকী গেল-চার তারিখে ।
আর নাতি অরিত্রের - মানে বন্টোর জন্মদিন পড়েছে পাঁচে ।
একটা হোলো কোলকাতায় আর আরেকটা ডালাসে ।  তবে কিনা ......)


দাদু দিলেন বার্ষিকীতে ভীষণ রকম ফাঁকি !
নাতির ও আজ জন্মদিনে রয়েই গেলাম বাকি !
কাল গিয়েছে বার্ষিকীটা - আজকে বাসি বিয়ে ,
ভেবেছিলাম সবজি খাবো কব্জিটি ডুবিয়ে !
জন্মদিনে নাতির তো আর খাবার উপায় নেই
বিদেশ গিয়ে ব'সে আছেন বাপ-মা দু-জনেই !
(যদিও সেথায়) পিৎজা আছে , পেস্ট্রি আছে , হরেক রকম কেক !
রেস্তোঁরাতে বিল মেটাতে বাবার আছে চেক ;
(তবু ও) ডালাসে কি ডাল পাওয়া যায় ? হায়দ্রাবাদের মতো
তোদের দেশে বিরিয়ানী হালিম রকম কত ?
কিংবা পাবি দিদার হাতের বাংলা মুড়িঘন্ট ?
(দাদু বলেন) খা না রে তুই একটু পায়েস ভাইটি আমার - 'বন্টো' !!