মনে আছে হাউস্টন ?
মনে আছে ডোনাল জন ?
মোদী -ট্রাম্প ফেরেন্ডশিপ ?
প্যান্ট কোটেতে যেমন জীপ !!


' হাউডি মোদী ' নেই মনে ?
ট্রাম্প ছিল ভোট সন্ধানে ।
গেলেন মোদী প্রচারে ।
ট্রাম্প আসলেন তারপরে ।


ট্রাম্প আসিলেন ইন্ডিয়া
কতই রেলা তাই নিয়া !!


' নমস্তে ট্রাম্প ' মোচ্ছবে
একটু খরচ হয় হবে ।
উয়েস -ভারত পীরিত টাই !
ডোনাল্ড নরেন প্রাণের ভাই ।।


( তারপর বেশ কিছু দিন কেটে গেছে ।
পৃথিবীর সব দেশে করোনার ত্রাশ । ভারতেও । আমেরিকায় একটু বেশি । দুই বন্ধুর একে অপরকে মনে পড়লো ।
ফোনে কথা হোলো দু-জনের ।)


ট্রাম্প বললো ,' নরেন ভাই
একটা আমার জিনিস চাই ! '
বলল নরেন , ' লজ্জা কি ?
ফ্যাল্ না বলে চাই-টা কি ?'
ট্রাম্প বলল , ' সেবার যে
হাত বাড়ালাম সাহায্যে ।
ডলার পেলি লাখ তিরিশ !
ক্যায়সে তু আজ তাই ভুলিস্ !
সারাতে রোগ আর্থাটিস
পেসেন্টকে যে ওষুধ দিস্ ,
ম্যালেরিয়া হয় যদি
একটা জিনিস বল্ , মোদী
ওষুধ তোরা যা সব দিস্
দাম যা হবে না হয় নিস্
আমার এখন সেই দাওয়া
তোর কাছে ভাই এই চাওয়া !"
কোভিদ উনিশ - যে ভাইরাস
উয়ার না কি দাবাই খাস
তোদের হোথায় খুব মেলে
বেঙ্গলে না কি যেন
ওই নামে কোন কেমিক্যালে !!


বলল নরেন , ' তাও কী হয় !
ইন্ডিয়াতে ছড়ায় ভয়
ওই যে চীনের করোনা
খবরটা কি জানোই না ?
( সে )ওষুধ আমি ক্যামনে দে ই
আমাদেরই স্টকেই নেই !
ওইটি রে ভাই চাইওনি
তোমায় দিতে পারব নি !'


রেগে আগুন ডোনাল্ড ভাই
বলল , ' ওষুধ চাই ই চাই ! '
কথা হোলো যব উই মেট
দোস্তী হবে সমান রেট !
খাইছো তখন ভইরে পেট !
না বুঝলে ' রিট্যালিয়েট !!


মোদীজী্র ভয় ধরে গেল খুব । কি আর করেন ,


দেশের লোকের নাই জুটুক
ওদের ঘরে ফুল ফুটুক
হাস্য ফুটুক আম্ রিকায়
বানায় এ দেশ , ও দেশ খায় !!


এখন শুনছি --


ছাড় পেয়েছে রপ্তানি
হাইড্রক্সি কুই নিয়ান
বলছে যাহা বলুক লোক
ট্রাম্প বলেছে '' মোদী মহান " !!!


( যাঁদের এই নরেন্দ্র মোদীজী ও ডোনাল্ড জন ট্রাম্পের কাল্পনিক কথোপকথনের ভাষাটা কানে লাগছে , তাঁদের বলি ,
আজকাল না বন্ধুদের মধ্যে সে ইংরেজী হোক বা হিন্দী হোক এই রকম তুই-তোকারি খুব চলে । বাংলায় ও এই হাওয়া এসে গেছে । বর বৌ প্রেমিক প্রেমিকা - সবাই এখন তুই তুই করেই বলে ।)