গরুপাচার জানেন না ?
তবে শুনুন , বলছি যা -
একটা গরুর চারটে পা
আটখানা খুর, লোমশ গা ;
খুরে খুরে দণ্ডবৎ !
পোষেন না কেউ ভিন্ন মত ।
গরু হোলো ,দুই প্রকার
মনে রাখুন এইটে সার-
মেইনলি মেল এণ্ড ফিমেল গাই
বকনা বলদ - বলুন যাই ই ।
ক্ষেতে মাঠে ষণ্ড ঘোরে
দুগ্ধ খেতে পোষেন গাই ।
আসল কথায় এবার যাই -
পুং-গরুরা দুই রকম
  (বৃষভ বোধ'য় দামেও কম )
বলদ হোলো এক প্রকার ;
সব গরুরই হয়  প্রচার !
কোথায় গরু হয় পাচার
সেইটে জানার খুবই সাধ !
গাইগরুদের দিচ্ছি বাদ ।
চলছে এখন এক কথা
পড়লে ধরা খুব ব্যথা ।
টাকার পাহাড় অন্যথায়,
করলে পাচার একরাতে
পয়সা তোমার ক'জন খায় !!
এবার বলি ,
বলদ গরু নপুংসক
এ ব্যাপারে নেইকো শক !
বলদ কেবল হাল চষে
মানুষ তাদের তাই পোষে ।
বাচ্চা গরুর নাম বাছুর
সব বাছুরের একই সুর
মাকে ডাকে হাম্বাতে !
শুনছি ,
পাচারটা হয় মাঝরাতে ।
তখন সবাই ঘুমায় কি?
বি এস এফের চোখ ফাঁকি ?
মন্ত্রী নেতা জানেন না ?
রুখতে কি আর পারেন না ?
আসলেতে , বখরা হ্যায় !
ই ডি বলে ঘোর অন্যায় ।।
ধরবো চোর আর পুরবো জেল
বুঝবে তখন কেমন খেল !!
কেষ্ট বিষ্টু কেউ না বাদ
গুনছে প্রমাদ , নেইকো সাধ
কান ম'লি আর নয় পাচার
আর কি করি গরু-পাচার !!