দুইলে পরে গরুর বাঁটে
পেতেই পারেন সোনার বাট !
কুঁজ খুঁজলেই চক্ষু বুজে
হয়তো পাবে্ন রাজ্যপাট !!
লেখা আছে এসব কথা
পড়ে দেখুন বিশ্বকোষ !
বেদ পুরাণের সহজ বাণী
জানলো না কেউ ! কী আফসোস !!


গরুর এসে লিখতে হলে
পুছুন নেতা মন্ত্রীকে ;
সবজান্তা সাংসদেরা
লক্ষ্য রাখেন সবদিকে ।


ঘোড়ার কথা হয়তো জানেন
বুদ্ধচরিত - অশ্বঘোষ !
গরুর কথা খুব জানতেন
ঘোষপাড়ার ঐ নন্দঘোষ !!
জ্যেষ্ঠটি তাঁর হল চষিতেন
কনিষ্ঠটি গো-চারণ
দুগ্ধ গরুর ঘোষ বেচিতেন
গাই পুষিতেন সেই কারণ ।


মোষ চরাতেন কৃতান্ত দেব
ওটাই তেনার বাহন ও ।
সাতকাহনে সে সব কথা
বলেছে বেদ পুরাণ ও ।।


অজরাজা পান করিতেন
দুগ্ধ অজার তাই দামী ।
মোষের দুধে স্বর্ন খোঁজা
কিন্তু হবে মুর্খামি !!


বলদ গোরু , বকনা গোরু
গোরুর আছে প্রকার ভেদ
ষণ্ডখাদক পাষণ্ডদের
গোভক্ষণে পড়ুক ছেদ !!


গোমাতা ও দুই ধরণের
মাইজী এবং আন্টিজী
গাইজী যারা ভারতীয়
ট্যাঁশগরুরা ইংরাজী !!
কল্পতরু , জার্সী গরু
আছে অনেক দুধেল গাই !
দিশি গোরুই অনেক ভালো
দুগ্ধে যদি স্বর্ণ চাই ।
------------------------------------
আল ফাল তো বকেন অনেক
তার বেলাতে নাইকো দোষ !
বললে কিছু সত্যি কথা
দোষ হয়ে যায় নন্দ ঘোষ !!