কাল ছিল ব্লু-মুন , লাল-চাঁদ , গ্রহণ ও !!
ছাদে চ'ড়ে ঘাড়ে ব্যথা , সারেনিকো এখনো ।
রাহু-কেতু পেতেছিল মেঘে চাঁদ-ধরা ফাঁদ
ধরেটা ও ফেলেছিল , শেষটায় বরবাদ !!
গিলেছিল ঠিকঠাক পেটে তবু থাকে নি ।
কাটা ছিল আধখানা সেটা মনে রাখে নি ।
মুখ দিয়ে গিললো তো- পিছু দিয়ে বেরুল ;
অমৃত খেতে গিয়ে হয়েছিল এ কেলো ।
চাঁদ আর সুয্যি দু-চোখের তাই বিষ !
প্রাণে বাঁচে ; দুই ভাই পেটকাটা ভাগ্যিস্ !!