আচ্ছা !
অনুমান কি করতে পারেন
' হনুমানজী ' কোন জাতির ?
' ভা জ পা ' বলেন, 'জানবো না আর
সদস্য তো এই পার্টির !!'
আমজনতার দলের নেতা
রামের তিনি ভক্ত তো ,
সব্বাই তাই টানাটানি !
প্রশ্নটা নয় শক্ত তো !!
কুষ্ঠিমতে গুষ্টিতে তাঁর
সবাই ছিলেন আরণ্যক ।
পিতা ছিলেন মহাজ্ঞানী
হয়তো পেশায় অধ্যাপক ।
' কিষ্কিন্ধ্যা 'য় কোথায় যেন
দক্ষিণেরই ও দিকটায়
পাহাড় আছে মা'র নামেতে
হাওয়া খেতে সবাই যায় ।
সেই সেখানে জন্মভুমি ,
' সুগ্রীব 'রা জাতির লোক ।
জয় ' শ্রীরামে 'র গানটি গেয়ে
ভেবেছিলেন খাতির হোক ।
সক্কলে কয় , ' শিউজী ' স্বয়ং ,
মাতা তাঁহার ' অঞ্জনা ' ।
' মরুৎ' তাঁহার পিতার সমান
অনেকে তো জানতো না ।
' মারুতি 'তে পরিচিতি
আসল পিতা ' কেশরী ' ।
পদবীটা ঠিক জানা নাই
মাফ করে দিন , পায় ধরি !!
বৈশ্য নাকি শূদ্র ছিলেন,
ব্রাহ্মণ না ক্ষত্রিয় ?
শর্মা , প্রসাদ , গৌড়া , যাদব
মিত্র না কি মৈত্রেয় ?
' যোগী ' বলেন , ' দলিত ' তিনি ,
' চেতন ' বলেন , ' কুস্তিগীর ' ,
কেউ বা বলেন , মোল্লা ছিলেন ,
হিন্দুকুলের সত্যপীর ।
' বক্কল সাব -- নবাব ' যিনি
বলেই দিলেন , ' হনুমান '
আসলে তো আমার জাতের--
সাচ্চা তিনি মুসলমান !
' জাঠ্ ' বতায়া 'মারুতি'কো
'লছমী নারান চৌধুরি ' ।
সবার কথা মানতে হবে ,
সামনে যে ভোট !! -- কী করি !!
' সিং রঘুরাজ ' বিধান দিলেন,
'ঠাকুর' ছিলেন ' মারুতি ' ।
যা খুশি তা ই বলছে বলুক
বলতে তো আর নাই ক্ষতি !!
কেউ বলেছেন , আদিবাসী, ,
' মনুবাদী লোগোঁকো
গুলাম ' ছিলেন এই ' হনুজী '
পুজছো কাকে তাই দেখো ।।
কেউ বা বলেন আর্য ছিলেন
কেউবা বলেন , অনার্য ।
আসলে রাম-অনুগত
বগবাসেতে কী কার্য ?
' সিংহ সুনীল '- ওই যে -- যিনি
' লোকদলে 'র ই প্রবক্তা--
তিনি বলেন , বীর হনুমান
আসলে এক কিষাণ থা ।
' রাবণ ' ছিলো অত্যাচারী ,
দুরাচারী দুরাত্মা !
' কেশরী'র ই পুত্র কেবল
রাবণ -খিলাফ যা শকতা ! '
' বি হি প ' বলেন , ' কেমন কথা ?
ছিলেন তিনি ব্রাহ্মণ ই !
যে যাই বলুক , আমরা বাপু
কারু কথা শুনবো নি !! '
হনুমানে ভগবানে
পরভেদ তো নাই রে ভাই ।
পরভু তিনি , আমার তুমার
জাতের তেনার নাই বালাই !