ভুললে তো আর চলবে না স্যার !
সেই সে দিনের দিনগুলো
শ্বেত পাথরের মুন্ডপাতের
যায় নি সে চল একচুল ও !
বাদ ছিল না বিদ্যাসাগর
হয়েছিলেন কণিষ্ক !
কী লিখতে কি লিখিলাম
ভীষণ অন্যমনিষ্ক !!
শুনছি হোথায় দেদার চলে
বিলোনিয়ায় বুলডোজার
জমানা যেই বদলে গেলো
ধ্যান-ধারণা পরিষ্কার ?
আগুন বোমা হামলাবাজি
হচ্ছে কী সব ত্রিপুরায় ?
মূর্তিভাঙার হিড়িক আবার
মড়ার উপর খাঁড়ার ঘায় !!
পত্র লিখেন সেলিম সাহেব
মুখর হলেন ইয়েচুরি
বিজেপিরাই করছে এসব
চালাচ্ছে ঐ গায়-জোরী !!
ভুলতে তো চান ভোটে হারা
কিন্তু তাদের খুব আক্ষেপ ,
মহান নেতার মূর্তি ভাঙে
চাই পিএমের হস্ত ক্ষেপ !!
সুব্রামনি স্বামী বলেন,
সাপোর্ট করেন ভগ্নকাজ ,
পার্টির পায়ে প্রাণ সঁপেছেন
বুদ্ধিবিহীন হয়তো আজ !
বুদ্ধ হলেন পিএম তো তাই
উড়িয়ে দিলেন সে বার্তা ,
যা খুশি যে বলছে বলুক
দায়িত্ব ও সে তার তা !!
( ত্রিপুরায় হিংসা থামান , মোদীজীকে চিঠি সিপিএমের – সংবাদ আনন্দবাজার । )