চোরেদের ভায়ে ভায়ে খুব মিল পাই !
খুড়তুতো , জাঠ্তুতো আরো কত চাই ?
ভাই ভাই মিল নাই – হয়েছে কি তাতে ,
খাক্ নাকো সংসারে দুই ভিন্ ভাতে
‘ভাই ভাই ঠাঁই ঠাঁই ‘—কার জানা নাই ।
মায়ের পেটের হ’লে আর কথা নাই !!
একদিন ঘরে এলে এক খান্ নারী
এক হেঁসেলে ঢুকে যাবে দুই খান্ হাঁড়ি ।
দুই ভাই সংসারে থাকে ভিন্ ভাতে
লোভ আসে ক্ষোভ আসে হিংসার সাথে ।
মাসতুতো ভাই বলে , ‘ চলো হাত ধরি !
ট্যাঁকে টাকা এসে যাবে ,এসো চুরি করি ।
এসো ভাই দেশটাকে লুটে পুটে খাই । ‘
না ডাকিতে একদিন এল সি বি আই !
খুঁজিয়া দেখিল তারা উড়াইয়া ছাই –
‘ কোন্ দেশে বলুন তো ঘুষ-ঘাস নাই !!’
পণ্ডিত সক্কলে– ভেবে বলে তাই
‘সি বি আই কাহারো তো মাসতুতো ভাই !!’