চলছে কি সব ? হচ্ছেটা কি ? কিসের বা হই চই ?
ইচ্ছে হোলো , তোদের সাথে মনের কথা কই !
এই যে তোদের দুঃখে কেঁদে-বলছি মানানসই !
বলেছিলাম গাছে তুলে কাড়িস্ নাকো মই !


নোট বাতিলের সাধ খেয়েছিস্ , জি এস টি তার সাথে ।
ব্যাঙ্কের সুদ কমিয়ে দি'ছি – মন কী শুনোঁ বাতেঁ !
কক্ষনো তো দিইনিকো গ্যাস দেবো না সাবসিডি !
জানিস্ না তুই লেড়কী গাঁয়ের কেমনতরো নিডি !!
লকড়ি জ্বেলে খানা পাকায় , ধোঁয়ায় জ্বলে চোখ
দুক্ষু তাদের ঘুচিয়ে দেবই ! – এ কামে একরোখ !!
খাক্ বা না খাক্ বাহ্য যেন টয়লেটেতেই হয় !
বন বাদাড়ে পথের ধারে প্রাতঃকৃত্য নয় !


জি ফোর দিলাম মোবাইলে এল ই ডি বিদ্যুৎ !
এ টি এম এ পয়সা তোলায় নাইকো আজ আর খুঁত !!
আধার কার্ডে স্পস্ট লেখা তোদের পরিচয়
এগুলো কি এমনি হোলো ? এগুলো কাজ নয় ?
এনে দেবোই স্বচ্ছ্ব ভারত এবং অচ্ছে দিন !
ধৈর্যটা ধর্ বছর পাঁচেক- আঙুলে তুই গিন্ !!


রাজপথে আজ দেখতে পেলি মন কী বাতেঁর ঝাঁকী !
অপারেসান ক্লিন মানিটার ঝলক্ দেখিস্ নি কি ?
বলছি লো সই জনতা তোকে, শুন্ লো কানে তুই !
বাসনা হয় জনতা তোরে  আলতো ক’রে ছুঁই ।


শুনলি না তো মনের কথা কইনু কি আর মুই
ইচ্ছে  করে, দু-গালে চড় দিই সজোরে দুই !!