মণিকারা বুঝি কিছুই শেখেনি,
পড়াশুনোটাই শিখেছে !!
বলুন তো দেখি নেমন্তন্ন
কয়জন আজ পেয়েছে ?
বিশেষ দিনটা এমনিতে বুঝি
সব্বাই মনে রেখেছে !!
ভেবে ব'সে আছে মেসেঞ্জারেতে
ডাক এলো বুঝি - যেতে হবে খেতে ,
খড়্গপুরের তাই তো টিকিট
আগে থেকে কেটে রেখেছে !
মণিকারা বুঝি সে সব ভাবে নি
শুধু নিজেদের ভেবেছে !


মেলাবে হিসেব ভেবেছে মণিকা
আজকের দিনে ঘরে বসে একা
দুজনে কুজনে নিজেদের দেখা
জীবন যেটুকু দেখেছে ।
এনিভার্সারী আর কিছু না তা
প্রতিদিনকার ডায়েরির পাতা
অলিখিত কিছু লেখা যতটুকু
তারা খুঁজে খুঁজে পেয়েছে ।


আজ তাই ছুটি -- কাজ থাকে থাক্
অধস্তনেরা ফাঁকি পায় - পাক্
হজমের দোষ যতই থাকুক্ ,
দুজনে আমিষ খাবে !
হোক না কর্তা একটু রসিক
আজ 'অরোরা'তে যাবে !
ওখানে চলছে "ময়ূরাক্ষী " কি ?
হোক্ না হিন্দী তেলেগু মুভী কি
হোক্ না যাহোক কিছু !
তবু আজ মেয়ে জেদ ধরে যাবে
কর্তার পিছু পিছু !!
গায়ে লাল শাল , হাতে পপ্ কর্ন্
কী দেখবে তারা জানে !!
কেবল শুনবে আঢ়াই ঘন্টা
" ভালোবাসি " - কানে কানে ।


এদিকটা বুঝি ভাবে নি মণিকা
শুধু নিজেদের ই ভেবেছে !!
জানে না অনেকে খড়্গপুরের
আগাম টিকিট কেটেছে !!