ওরা যারা পাথর ভাঙে
জানেই নাকো তারা
দোষের কি তা ভাঙলে পাথর
ভাঙে ও যদি কারা !
লেনিন কে আর শ্যামাপ্রসাদ --
সব ই সমান পাথর !
কেনই বা ঐ শহুরেরা
ওদের দুঃখে কাতর !!
ওরা
এমনিতে তো শোকেই পাথর
পাথর থাকে বুকে ;
ওদের কপাল পাথর চাপা
কয় না কথা মুখে !!
আর ,
এরা যারা পাথর ভাঙে
শ্লোগান থাকে মুখে --
'ভাঙলে ওরা --ভাঙবো মোরা '
যাবেই চুকেবুকে !!
ওরা
পাথর কেটে পথ ও বানায়
বানায় পাথর মুর্তি !
মূর্তি ভেঙে এরা আবার
মানায় নিছক ফুর্তি !!
নাক ই ভাঙো , কান ই ভাঙো
মূর্তি হাসে মুচকি !
তথাগত বলেই ছিলেন
" এতে আবার দোষ কি !!"
পুতুল গড়া যেমন সাধের
আগেরবারের সরকার
ভাঙার আছে অধিকার ও
এদের হ'লে দরকার !!
অতএব ,
পাথর ভেঙে নৃত্যে মাতো
প্রফুল্লিত চিত্ত !
মিথ্যে কেন এসব ভেবে
জ্বালাও নিজের পিত্ত ?