'কালের চাকা 'র অনুষ্ঠানে ছ'নম্বরে বসন্তে
কোকিল বাবু গাইতে এলেন ভোরের দিকে রাতান্তে ।
সবাই জানে , মহিলারাই হয় নাকি খুব সুকন্ঠী
এঁড়েদের ই হেঁড়ে গলা , বকনারা নয় তেমনটি !
কিন্তু দেখি পক্ষীকুলে এসবের ই উল্টোটাই
কোয়েলা দেবীর হাস্কি গলা - শুনলে লাগে যাচ্ছেতাই !!
কোকিলবাবু গাইতে এলে পড়তে থাকে হাততালি ।
ভার্যাটি তার কেবল বাহার গাইলে মুখে চূন-কালি !
নয়কো কেবল বচন মধুর দেখুন কেমন গঠনটাই
কলাপ থাকে ময়ূরদের ই ! ময়ূরীতে ঘন্টা পাই !!
বাহারী শিঙ ঘাই হরিণের , কেশর থাকে সিংহের ই
অঙ্গে দেখুন পতঙ্গের ও রূপের বাহার পুং-দের ই !
খুঁজে দেখুন, পুরুষেরা রূপে গুণে রাশভারী !
পুরুষ বলে সুন্দরী , তাই দেমাক দেখান সব নারী ।।
*( বক্তব্যটি মানব জাতিতে বোধ হয় প্রযোজ্য নয়--
সংযোজন টি পরবর্তীকালে ভয় পেয়ে গিয়ে করা হোলো )