খবরে প্রকাশ --নীরব মোদী নাকি তাঁরএমপ্লয়ীদের জানিয়ে দিয়েছেন যেন-তারা যে যার চাকরি বাকরি খুঁজে নেয় -- তিনি আর তাদের মাইনে কড়ি দিতে পারবেন না সরকার নীরব -- তদন্ত চলছে -- আপনারা ধৈর্য ধরুন ।
জেটলি তবু মুখ খুলেছেন ,
মুখে কুলুপ কর্তাটির !
অডিটরের গাফিলতি
সব দোষ ঐ পি এন বি'র !!
নীরব ছিলেন নীরব মোদী
এখন আবার রব তোলেন --
লোন নিয়েছি নিয়ম মেনেই
সবাই যেন সব ভোলেন ।
সট্কেছি তো সময় মতো
খুঁজুন এখন দোষ ত্রুটি !
তিনি আছেন-- হেল্প করেছেন
পেছন থেকে বন্ধুটি !
কর্মচারী বন্ধুরা সব
একটুখানি আর দাঁড়া !
পারি যদি মাইনে দেবো
এমন কি আর তোর তাড়া !!
সবুর যদি না সয় তোদের
যা চলে যা এক্ষুনি
বলে দিলাম ,এ মাস থেকে
মাইনে দিতে পারবনি !
হেথায় ডেলি খরচ অনেক
নিজের খাওয়ার ডলার নাই !
কলার তুলে চলতে গেলে
তেমনতরো রেস্তো চাই !
ব্যস্ত আছি সেই খোঁজেতে
এখন আমায় জ্বালাস্ না !
তোরা তো ভাই ব'লেই খালাস্
' ভারত ছেড়ে পালাস্ না !'
বেশ করেছি ধার করেছি
শুধতে হবেই -- নাই ঠেকা !
ললিত ,বিজয় , চোক্সি মেহুল
আমি তো আর নই একা !!
মুরোদ থাকে , ধর্ না আমায়
দেশে কি আর আইন নাই ?
পক্ষে আমার উকিল আছে
পয়সা তোদের -- আমরা খাই !!