প্রয়াত ফুটবল কিংবদন্তি পি কে বন্দ্যোপাধ্যায় স্মরণে এই লেখা ।
প্রসঙ্গত, ১৭ বছর আগে একই দিনে প্রয়াত হয়েছিলেন কৃশানু দে।
সেই স্মরণীয় ফুটবলারকে ও আজ সশ্রদ্ধ প্রণাম জানাই ।


ভুলে যাওয়া বাঙালীর এক বড়ো রোগ !
নইলে কি ফুটবলে এত দুর্ভোগ !!
গোষ্ঠ পালের কথা রাখে কে বা মনে
থাকেন দাঁড়িয়ে মাঠে মোহনবাগানে ।


তবু ভালো এখনো ও নাম গুলো শুনি
একজন পি কে আর একজন চূনী ।
আমাদের সময়েতে ছিল শ্যাম থাপা
বাই সাইকেল শর্টে গোল ছিল মাপা !


কিংবা বিদেশ বোস , এস ভৌমিক !
করিয়ে দিলেন মনে - একেবারে ঠিক !!
পিটার থঙ্গরাজ , আর শৈলেন
কৃশানু দে-এর কথা -- ভালো বলেছেন ।


অনেকেই খেলেছেন কত নেবো নাম
বলুন তো সকলে কি পেয়েছেন দাম ?


অনেকেই মাঠে যায় , অনেকেই খেলে
হাতে গোনা মারাদোনা , ক'জন বা পেলে !!
রোনাল্ডো ক'টা হয় , ক'টা হয় মেসি
খুঁজে দেখো সংখ্যায় নয় খুব বেশি !


অনেকেই আসে যায় খুব কম টিঁকে ।
সে কথা বলেন যদি আমাদের পি কে ...
রেখেছেন চিরকাল পা ফুটবলে
খেলেন নি কোনোদিন ইষ্টবেঙ্গলে ।
অথবা কি প্রিয় ছিল মোহনবাগান !
ইষ্টার্ন রেলে ছিল তাঁর মন প্রাণ !
তাই বলছিলাম----
অনেককে দেখলাম মাঠের এ দিকে
থাকবেন চিরদিন আমাদের পি কে ...!!