(ছোড়দা' ও বৌমণি'র (অমল -অর্চনা) বিয়ের পঞ্চাশবছর উপলক্ষে )


লোক আর কত হোতো ? জানাশোনা ক'জনা !!
হাতে গোনা শ'পাঁচেক - মোটে তার বেশি না !!
করোনায় সব্বাই ভয়ে আসে সিঁটিয়ে ।
খেটনের লোভে কেউ আসতো না ঝেঁটিয়ে ।
আমরা কাছের যারা - আছি আর ক'জনা
পঞ্চাশ বচ্ছর - চাট্টি কথা তো না !!
এমনটা হয় বলো ক'জনার ভাগ্যে !
একবারো বললে না ? যাক্ গে ! যাক্ গে !!
খাওয়ানো তো লোকজন বিরাট খরচ না  
বৌমণি অর্চনা জানি তো তেমন না !
বাসেন অমল সেন  ভালো  লোকজনকে
ফোন করে ডেকে নিতে পারতো তো বোনকে !
বুঝেছি তো ছোড়দা'টা  কেন আজো দো-মনা !!
সব কিছু মূলে আছে ঐ এক করোনা !!
আজকের কনেবউ রাঙা বুঝি লাজেতে
ব্যস্ত সে নয় মোটে আজকেও কাজেতে ।
গ্যাঁট থেকে অমলের কত আজ কমলো ?
বৌমণি অর্চনা ঝগড়াতে দমলো ?
শুধু এই দুটো কথা চাই আজ জানতে
ছোড়্দা'র কঞ্জুসী পারছি না মানতে !!
আজকের শুভ্ দিনে মজাটুকু করলাম।
  দু-জনেই ভালো থেকো ! এই কান ধরলাম !
তোমাদের ওখানেতে আজকে যেতাম ভাই
আসলে কোভিদটাই মাটি করে দিল ভাই
ইচ্ছে যাওয়ার ছিল , কিন্তু কি করে যাই !!