আর র'বোনা মশারি তে যতই কাটুক মচ্ছরে
ভীষ্ম কঠিন প্রতিজ্ঞা মোর পয়লা নোতুন বচ্ছরে।
মানবো না আর সকল বারণ,খাওয়া শোওয়ায় বিধি
কাঁদি টা কম, তাই টেনেছো অই টুকু পরিধি।
গায়ের কাপড় মুখের উপর, শরীরে নেই কাঁথা ...
মোর কষ্ট মুই বুঝি না, তোমরা ঘামাও মাথা।।
এখন জেনো চাইনা চাদর,কেবল আদর ছাড়া,
গান শোনাবে এমনটি যা ,মন কে দেবে নাড়া।
সব ব্যাপারে নিষেধ বিধি, মানবো না নালিশ,
যাই হোক ভাই,আর নাহি চাই মশারি বালিশ।
হাত পায়েতে জোর হোয়েছে, এখন চতুষ্পদী
তাই বিছানা ত্যজ্য করি বাসনা হয় যদি।।
বাংলা 'ঘুম' আর সকল সময় আর কী ভালো লাগে?
'ঘুম' কথা টার হিন্দি মানে বুঝতে শিখো আগে।।
ইচ্ছে এখন বে বে যাবো,চড়ে দাদুর কোল,
গালের উপর গাল ঠেকিয়ে দুলবো দোদুল দোল,
শুনবো বুড়োর বকম বকম যার কোনো নেই মানে,
যে সব কথার অর্থ কেবল ঐ বুড়ো টাই জানে।
আমার মনের কষ্ট লাঘব সত্যি যদি চাও,
আমার দাদাই আমার কাছে শিঘ্রি এনে দাও।।