শীতের রোদে ছাদের উপর শালিখ খোঁটে দানা,
হেমন্তের এক একলা ঘুঘু দুপুর করুণ করে,
মনটা তখন ফলকনামায় চললো তেলেঙ্গানা
যেথায় ডাকে মোর মুনিয়া মিঠাই মধুর স্বরে।।


বেতস লতার ফলের মতো কিংবা পাখির নীড়
চোখ দুটিতে আপনি প্রকাশ উথাল খুশির হাওয়া,
ঘুম পাড়ানী মাসি পিসি আজ কোরনা ভিড়
ইচ্ছেটা তার মোদের মতো মনের কথা কওয়া।।


কুলায় হ'তে বিহগ শাবক নীল আকাশের পাণে
ঝাপটিয়ে তার ক্ষুদ্র ডানা উড়তে অভিলাষী,
মনের মাঝের ইচ্ছে কতই, কইতে সেও জানে;
কুসুম পেলব অধরে তাই শুচিস্মিতা হাসি।।


'বুক ফাটে তো মুখ ফোটে না' প্রবাদের সেই কথা
যদিও ক্ষেত্র ভিন্ন হেথায় ; বিষয়টা নয় অন্য।
কত কিছু বলার আছে , না-বলা সেই ব্যথা
হে ঈশ্বর, বাণী টি দাও , প্রকাশে হই ধন্য।।