বাঘের মাসির মিয়াঁও মিয়াঁও , পাড়ার নেড়ির ভৌ
দাদুর গলায় সব ই মানায় কালোয়াতী লখনউ ,
এ সব ডাকে সুরের বাহার বুঝবে কেমন করে ;
আমার কেবল বোধগম্য , হাস্য যে তাই ঝরে।


দশন বিহীন অশনে মোর যদ্যপি অরুচি
দুগ্ধ খেলেই মুগ্ধ সবাই , বরাদ্দে নেই লুচি
কিংবা পোলাও ,চিকেন মাটন মৎস্য নিদেন পক্ষে।
তোমরা যখন হাড্ডি চিবোও ভীষণ বাজে বক্ষে !!
ঠাম্মাও তো দাঁত বাঁধিয়ে পলান্ন খান বেশ !
আমার বেলায় নিয়ম বিধির নেই তোমাদের শেষ।


দাদু আমার দুঃখ বুঝে করলো একটা হিল্লে-
এবার তবু অন্য কিছু , বিকল্প টা মিললে
অন্নটা তো প্রাশন হবে। দাদুর গায়ন ছাড়া
ঘুম পাড়ানি অর্থ বিহীন উলটো পালটা ছড়া
এখন তো আর চাইনা আমার দাদুর কোলে ঘোরা
কিংবা ঠানুর কোলের মাঠে শূন্যে লাথি ছোঁড়া


এখন আমার দিম্মা আছেন, আছেন পিতা মাতা,
ঠাম্মা দাদাই সব ভুলেছি, ভুলেছি কলকাতা।।