আমাদের নাতনি অরেলিয়া সবে উপুড় হতে শিখেছে...এখন হায়দ্রাবাদে..
ছড়া টা ওর জন্যে...
.
আতাপুরের তোতা পাখি কোরছো এখন কি ?
ছবিতে আজ উপুড় হতে তোমায় দেখেছি।
হস্ত এখন পদের কাজে,একলা পা কি পারে ?
শরীর টা তো রাখতে হবে উচ্চে তুলে ধরে !
ইউটোপিয়ার ছোট্টো কুলায় খুশীতে আজ ভরা।
দিদার হাতে ফোন ক্যামেরায় মুহূর্তটাই ধরা।
ফেশ বুকেতে পোস্ট করেছেন,-ভাগ্যি এলো হাতে !
মাংস পোলাও নাই বা পড়ুক , চাটনি টা তো পাতে !!!
সেটাই বলো কম বা কিসে , আছে মনের মাঝে।
দূরের হিসেব গনিতে থাক , ও সব হিসেব বাজে।
আসল হোলো,মনের মিলন,কোথায় কে যে থাকে
সে সব কথা মন বোঝেনা , ছবি কেবল আঁকে ।
মনের গভীর গোপন কোণে গুছিয়ে রাখা স্মৃতি
দেখার তরে চোখ লাগেনা , কেবল অনুভূতি ।
যদিও কেউ কথার ছলে বলেছিল সদ্য
মোদের নাকি ভাগ্যে আছে ঐটুকুই বরাদ্দ।।