আমাদের ছ' মাসের নাতনি অরেলিয়া মাস খানেক কলকাতায় আশাবরী ফ্ল্যাটে থাকার পর হা্যদ্রাবাদে চলে গেছে।আমরা এখন দুজনে বড় একা।মন ভালো নেই একেবারেই। আজ মনে হচ্ছে...
প্রান্তরে এক মাঠের ধারে বাজ-পড়া তাল গাছে
করতো বসত হরিত বরণ মনোহরণ টিয়া;
বৃক্ষ কোটর শূন্য করে সেদিন গেল উড়ে,
সেই বেদনা হৃদয় খুঁড়ে জাগায় 'অরেলিয়া'।
সেদিন যেমন পক্ষী মাতা শাবক নিয়ে সাথে
হেলায় কুলায় ত্যাগ করে যায় সকল মায়া ছাড়ি'-
মন ভালো নেই, সেদিন থেকেই যেদিন আকাশ পথে
হেথার সকল তুচ্ছ ক'রে প্রবাস দিল পাড়ি।
আজ আমাদের আশাবরীর শূন্য বৃদ্ধাবাসে
যেমনি ছিল তেমনি আবার নীরব মন্থর;
স্বল্প কালের অতিথিটির সরব উপস্থিতি
কাকলি আর হাসিটি তার স্মৃতিতে নির্ভর ।।