ষাটের উপর আয়ু সূর্য বসছে যখন পাটে,
াআর্ষ মতে নির্ধারিত বাণপ্রস্থ ই খাটে,
তখন আবার মুখ ফেরানোর লোভ দেখালো যে সে
গার্হস্থের ই পরম প্রিয় বাৎসল্যের রসে।।


সায়ন্তনের ঈশাণ আকাশ অরুণিমার রাগে
ইমন বাজে চক্রবালে , সাঁঝের তারা জাগে,
তমালিকার স্নিগ্ধ ছায়া পড়ল যখন নামি ,
হিমেল বিকেল সোনার আলোয়, সোনার চেয়ে দামী
পড়লো ঝরে নিসর্গের ই অনন্ত আশিস
সোনার মেয়ে অরেলিয়া-অরোরা বোরিয়ালিস।।


অরেলিয়া হিয়ার মেয়ে হৃদয় কোণে থাকা
অধরে তার মধুর হাশি চিত্রকরের রাকা,
কান্নাটিতে সানাই সেতার চৌরাশিয়ার বাঁশি,
ছোট্টো হাতে ছোট্টো পায়ে নান্দনিকের রাশি।।


চাইনা যে তাই বাণপ্রস্থ চাইনাকো সন্ন্যাস
এমনি করেই বাঁচতে যে চাই আর কয়েকটা মাস।।