সরস্বতী বিদ্যাবতী, জানাই নতি তোমারে -
সবার ঘরে আসবে জানি ,আসবে না তো মোর দ্বারে !
আমাদের ও বুদ্ধি আছে, এমন তো আর নই বোকা !
বিদ্যা বাঁটার সময় দেখি বিচার তোমার এক চোখা ।
কাউকে দেখি বিদ্যাবোঝাই , বিদ্যা ভারে চলতে নারে ,
যে জন করে তোমার পূজা প্রসাদটা ও দাও না তারে।।
কারুর গলায় ঢাললে মধু ,  কাউকে স্বরভঙ্গ,
পুজা তো খাও সবার কাছে , সমগ্র দেশ বঙ্গ!!
পাশ মার্ক টা পাওয়ার তরে রাত জেগেও বারোটা মাস
কেউ বা কেন ফেল করে যায় , কেউ বা কেন ফাস্টো ক্লাশ !!


কেউ বা শুনি , ভীষণ গুণী সঙ্গীতে ও নৃত্যে ,
আমার বেলায় প্রতারণা , রাগ ধরে যায় চিত্তে।
সেতার সরোদ সব কিছুতেই কেউ বা পারদর্শী ,
আমার বেলা কেবল হেলা  , হাসাও পাড়া পড়শী !

জানি জানি সবই জানি,পাইতে হলে কিছু
এমনিতে তো হয়না রে ভাই,ধরতে হবে পিছু ,
উৎকোচ তো নেয় সকলে !! কি চাই বলো কর্ণে ,
সত্যি বলছি , করবো পুরণ শপথ বর্ণে বর্ণে !!!
বিদ্যা কিছু পাইয়ে দিও , দিও গানের গলা ,
হাতে পায়ে নৃত্য কিছু , আঙুলে সুর তোলা ,
নইলে পুজা বন্ধ পাড়ায় হবেই এবার থেকে
দাদাদের তো চেনো নাকো, বসলে পরে বেঁকে
আর পাবেনা নারকেলি কুল বাতাসা শাঁকআলু,
আমাদের এই দাদারা সব ভীষণ জেনো চালু।।