বন্ধু সেদিন জিজ্ঞাসিলেন ,


" কোথায় এখন ? আছেন কেমন ?"


-প্রশ্ন টা তো সহজ সরল , জবাব ভারী শক্ত !!


ভাবতে বসি ,  ছিলাম কোথায় ,


ক'দিন হেথায় , আবার কোথায়


জানি না তো এই এখানের বাস টা কেমন পোক্ত !!


সবাই বলে, তাই নির্ভয় ,


উত্তরে তো বলতেই হয় ,


'ভালো আছি ' কিন্তু বলুন কথাটা কি সত্যি ?


কি করে যে বলতে পারেন


ভালো আছেন,কিংবা থাকেন


কথাটাতে আছে কী আর সত্যিটা একরত্তি ?


মনটা খুলে বলুন দেখি


কোনটা আসল কোনটা মেকি


অন্তরেতে দুঃখ পোষেন , মুখে দেখান হাসি !


সকলের ই হিয়ার মাঝে


গভীর গোপন বেদন বাজে


বাইরে যতই সাজুন গুজুন , অন্তর-বাস  বাসি !!


যতই বলুন আছেন নীরোগ


জীবনে নেই কোনো দুর্ভোগ


কাঠ পোকাটা খাচ্ছে কিন্তু নিত্য কুরে কুরে


গোপন ক'রে অশ্রুপাণি


মনে মনে সবাই জানি ,


মিথ্যা ভাষণ-'বলছি ভালো ' মিলিয়ে সবার সুরে।।