সেদিন দেখি , সাত সকালে
কার্নিশে আর ঘরের চালে ,
পাঁচ তলার ওই ছাদের মাথায় ,
টাটা স্কাই'র উলটো ছাতায় ,
ডি টু এচের চাঁদের পরে
শতেক বায়স মিটিং করে ।
দৃশ্য শব্দ ধরার যে ফাঁদ-
পাতা আছে ধাতব চাঁদ -
শহরের সব ছাদের পরে
আজকাল যা বিরাজ করে-,
মিটিং ভেনু সেখানেতেই ,
কাক ভোরের এই সময়টা তেই_
যদিও নাই আমন্ত্রণের পত্র কারুর করে ।।
কে যে তাদের নোটিশ দিলো ;
কি করে যে জানতে পেলো ;
কেন্দুয়া না শ্রীরামপুরে কোথায় মিটিং হবে !
কাকদ্বীপ হোক সজনেখালি
সব বায়সের বাসা খালি ,
সব কাকের আজ বিষম তাড়া ,
পঙ্গপালের মতন তারা
উড্ডয়নের রেশ লাগালো ভীষণ কা কা রবে।।
কিসের তরে অধিবেশন ,
বোঝাই যে ভার ধরন ধারন !
আমরা মানুষ , কাক চরিত্র বুঝবো কেমন করে ?
কি সব কথা তাদের বুকে ;
কুলুপ আঁটা সবার মুখে ,
নিশ্চুপেতে খানিক সময় বসে থাকার পরে
সাঙ্গ হোলো অধিবেশন ,
মৌন ভঙ্গ ! যে যার মতন
ময়দানটা করে খালি উড়ান যে যার ঘরে !!
কোন কাকেশ্বর সভাপতি
মতটা কি তার , কি তার মতি ;
মিটিং শেষে দাঁড়ালো কী ,কি ই বা ডিসিশান ?
চ্যাঁচামেচি হয়েছিলো ,
মিটিং কিন্তু জমেছিলো ,
মনে হোলো , কোনো কাকের হয় নি অসম্মান ।
মনে হোলো কোন ও বায়স
বায়াস তো নয় , বরং বয়স
মান্য করে সভাপতির মতটা শিরোধার্য ,
নেত্রী কিংবা নেতা যিনি ,
মাথার উপর আছেন তিনি,
যেমন তিনি বলে দিলেন তেমনি হবে কার্য ।
নেইকো কাজেই মতানৈক্য ,
দলা দলি , পক্ষাপক্ষ ,
বাক বর্ষণ চোখা চোখা কুযুক্তিতে ভরে ;
আজকালতো অভিধানে
' সহিষ্ণুতা ' র নেইকো মানে
চাপান উতোর যেমন খুশী মানুষ যেটা করে ।।