কত না ঊষর দিন অবগ্রহ নীরস নিদাঘ
ঈশানের হিংস্র মেঘে উন্মুক্ত অসির অশনি ,
অবিশ্রাম ধারাপাতে ভেসে গেছে শ্রাবনের প্রতি অনুরাগ
অবক্ষয়ে প্রতীক্ষায় সুদিনের শুভ আগমনী ।


কত না শরৎ বীত নীলাকাশে ঝরা কাশফুলে ,
কত না হেমন্ত পীত রিক্তপত্র ত্যজি শ্যামলিমা ;
কেটেছে কত না শীত উষ্ণতার অপেক্ষায় ; সব কিছু ভুলে
দয়িতার আলিঙ্গনে অনাবদ্ধ পারিধির সব পরিসীমা ।


কত না বসন্ত গেছে কোকিলের মন্দাক্রান্তা সুরে ;
ষড়ঋতু আবর্তনে জীবনের পথ পরিক্রমা
বহমান রুধিরের গতিবৃদ্ধি ছায়া ফেলে মনের মুকুরে ;
প্রৌঢ়ত্বের পক্ব কেশ কর্ণমূলে ভিক্ষা মাগে ক্ষমা ।


নাসিকা জেনেছে কত কুসুম সুরভি , কুহরেতে কত না নিক্বন ;
কত না সৌন্দর্য চোখে ; রসনায় কত না আঘ্রাণ ;
কত না কোমল স্পর্শে রোমাঞ্চিত মৃদু শিহরণ ;
কত না মধুর স্মৃতি রূপময়ী ধরিত্রীর অপরূপ দান ।


এসেছে এ জীবনেতে সবকিছু , আসে নি সে ,যে জন অশেষ
যার লাগি পথ চেয়ে প্রতীক্ষায় কাটে প্রতিক্ষণ ,
পেয়েছি তো বার্তা তার , তবু কেন এলোনাকো সে প্রিয় সন্দেশ
হেমন্ত হলুদে মোড়া চির প্রত্যাশিত সে ই অমোঘ মরণ ।।