এখন দেখছি ,সংসার টা চালানো বিষম দায়
সুদের হার টা ডাউন হয়ে কমছে মাসিক আয় –
পেনসান টা অপ্ট করিনি ; ভুলকরেছি কী যে !!
পেরিনিয়াল সোর্সটা  আয়ের বন্ধ করেছি নিজে !!
রঘুরামন রাজন এবং জেটলি অরুণ মিলে
আমার মতন  রিটায়ারীর বা্রোটা বাজিয়ে দিলে !!
আমাদের তো জমা টাকার সুদের উপর ভরসা ,
প্রতি মাসের বাঁধা আয়ের পাতাটা তো ফর্শা !!
ডিপোজিটের সুদ কমছে নিত্যি নোতুন ক’রে ,
আলু বেগুণ ঝিঙে পটল আগুণ বাজার দরে !!
ওদিকে তো ছাতার মত গজায় শপিং মল
গৃহিনীদের  কেনাকাটার বিশাল খুড়োর কল
ডিসকাউন্টের লোভে ছোটেন সকল শ্রেণীর ক্রেতা
ভুলেই গেছেন যুগ টা কলি , নয় যে সত্য ত্রেতা !!
লোক-ঠকানো মিথ্যেটা যে এখন যুগধর্ম
মনিষীদের এ সব বাণীর বুঝবে ক’জন মর্ম ।
নেট শপিং এর  প্রলোভনে  ই-বে আমাজনে
একবারটি হ্যাবিট হ’লে মরবে ধনে প্রাণে ।।
গিন্নি এসব  জমা খরচ বুঝতে আবার চায়না ,
সংসারেতে এটা ওটা সকল সময় বায়না ।।
তিনি বলেন ,” আর পারিনা , এ সংসারে এসে
খাটতে খাটতে জীবন গেল ,  এমনি ভাগ্য শেষে !!
বউ আনলাম বেছে বুছে অনেক কিছুই ভেবে ,
হাজার হোক তো  কাজের সময় হাতটা বাড়িয়ে দেবে !
হায়রে আমার পোড়া কপাল ! আমি ই কাজের মাসি
বিনি মাইনের কাজ করা এক সব সময়ের দাসী ।“
যতই না হোক কর্তাটি তাঁর  সরল সাদা মাঠা
গিন্নি বলেন সবার মূলে আমি ই বেঁড়ে ব্যাটা
সব নষ্টের গোড়া আমি ই , যেদিন বিয়ের পরে
সুখের মুখে আগুন দিয়ে  এলেন আমার ঘরে।
রোগ ধরেছে নতুন করে, কিছু বলার আগে
উচ্চগ্রামে ভাঙা রেকর্ড বাজান ভীষণ রাগে ,
সঙ্গে আছে  পুষ্যি তেনার বহুদিনের কাশি !
বহুত দিন তো দেখেনি কেউ  তাহার মুখের হাসি ।।
হাত খরচের পয়সা তাহার ভীষণ নাকি প্রাপ্য
দাবিটা তাঁর মিটলে কেবল ঝগড়াটা সমাপ্য ।
অনেক ভেবে ঠিক করিলাম বিবাদ থামে যাতে
হাজার দুএক মাসোহারা দেবো তাহার হাতে ।।
সংসারের ই হালটা যখন আছেন ধরে শক্ত
লজ্জা কেন পেতে যাবো হই যদি তার ভক্ত ।।