আজ উনিশে ফেব্রুয়ারি, আমাদের অরেলিয়ার আট মাস পূর্ণ হল।আমরা পড়ে আছি এখানে কলকাতায় ; আর ও ওর বাবা মা'র সাথে হায়দ্রাবাদে । ভালো লাগছেনা...।


উনিশে জুন ,তখন বিকেল চার বেজে বাহান্ন
এটা কী আর খবর হোলো,পাচ্ছে যে প্রাধান্য ?
ছিল , ছিল ,--খবর ছিল !! আজ পড়েছে মনে।
ছোট্টো পাখি উঠলো ডেকে বেল্ভেডিয়ার বনে--
জাজেস কোর্টের বনস্থলি
হাসপাতালে* ফুটলো কলি,
আষাঢ় মেঘের আকাশে যেই বিদ্যুৎ চমকালো--
প্রথম সেদিন দেখেছে সে ধরিত্রীর এই আলো !!
অন্তরে সে লুকিয়ে ছিল
সেদিন প্রথম বাইরে এল
মনের যত বন্ধ দুয়ার খুলতে কচি হাতে ।
মনটা যে চায় যেতে ছুটে
বিম্বটি তার যেথায় ফোটে
নিয়ত এই ভগ্ন প্রানের ভঙ্গুর আয়নাতে ।
হলুদ বরণ ছোট্টো পাখি
ছোট্টো দুটি করুণ আঁখি ,
ইচ্ছে ছিল রাখি বেঁধে মনের শিকল দিয়া
ভুলতে কভু পারি কি তা
সে যে মোদের প্রানের মিতা
আজ উনিশে পড়ছে মনে দিনটি ,অরেলিয়া ।।


*Belvedere Park র কাছে Woodlands Hospital