যেমনটি হয় টিভিতে রোজ  আলোচনা সন্ধে--
সঙ্গে সুমন ঘন্টা খানেক এ বি পি আনন্দে ।
সেদিন ছিল বিষয় বস্তু ধর্ষকদের ফাঁসি
কামদুনির  ঘটনাটা বছর আঢ়াই বাসি ।
তবু ভালো , রায় বেরুলো বহু প্রতীক্ষিত
আস্যে সবার হাস্য এল , চক্ষু বিস্ফারিত !
তা হলে তো , এখন ও আইনটা আছে দেশে
থাকলে লেগে প্রতিবাদে , বিচার মেলে শেষে !
ফলটা এল প্রত্যাশিত , তবু ও কেন কান্না ?
ও কিছু নয়  ওটা নিছক আনন্দের ই বন্যা !
কিন্তু দুজন গাঁয়ের মেয়ের চক্ষে যে টুক জল
তা কি কেবল শুধুই ছিল আনন্দের ই ফল ?
ছিলনা কি অন্তরে তার তীব্র অভিমান ?
বাঁচালো যে সাহসিনী নারীর অসম্মান
প্রতিবাদের শুরু থেকে সমাপ্তি পর্যন্ত
বিরতিহীন প্রচেষ্টাতে দেখতে পেলেন অন্ত--
টুম্পা এবং মৌসুমি সেই দুজন নারীর কাছে
আমাদের ও অপরাধের দায়টা বাঁধা আছে !!