কষ্ট ক’রে করেন যদি একটু গবেষণা
নতুন নতুন অনেক কিছু তথ্য যাবে জানা--
যেমন ধরুন , দেবতারা কামাতেন রোজ দাড়ি ;
সে যুগে ও দেবীগনের পরনে ব্লাউজ – শাড়ি
গা-ভরতি  গয়না সবার অন্তত; বিশ ভরি ,
কোথার থেকে এতো সোনা পেতেন ভেবে মরি !!
খাদ্য যদি ও  মুলতঃ ফল , পানীয় সোমরস ,
মদ্যপানে হোতোনাকো কারুর ই অপযশ !
দেবতাদের নগ্ন শরীর , পরিধানে  ধোতি ,
কিন্তু মাথায় সোনার চূড়ো  গলায় মানিক মোতি !
প্রায় সকলের একটি ক’রে পোষ্য ছিল প্রাণী—
সিংহ , মূষিক   সর্প , পেচক—বাহন ব’লেই জানি !
যুধিষ্ঠিরের কুকুর ছিল ,মা শীতলার গাধা ,
পুষতে শৃগাল বৃষভ মহিষ নেইকো কোনো বাধা !
প্রাপ্ত বয়স ব্যাপার স্যাপার না বলাটাই ভালো ,
যৌন মিলন প্রাক্ বিবাহে পড়তো না দাগ কালো !!
কর্ণ দেখুন ,  সূর্য এবং অনুঢ়া কুন্তির
পুত্র ছিলেন ,  হারান নি তবু সম্মান সেই বীর !
কৃষ্ণ রাধার সম্পর্ক টা সমাজে ছিলনা লজ্জা  !!
প্রেম ভালোবাসা তখন করতো ,যা চাইতো যার মন যা !!
আরো তো রয়েছে কত শত কথা ,  কত আর বলা যাবে ,
পূজ্য তাঁহারা , গ্রাহ্য হয়না নিন্দুকে যাহা ভাবে !!!