কুসুম ফোটে বরফ দেশে বসন্ত যেই এলো
দুরন্ত এক ছোট্ট পুতুল পাখনা খুশির পেলো--
বেড়ায় উড়ে পাতায় পাতায়, পায়ের পাতায় নৃত্য
বাবা - মায়ের চোখের মণি , প্রফুল্লিত চিত্ত ,
আজ ঋতুরাজ সাজ ধরেছে ওই মেয়েটির তরে
আমরা পাঠাই সুদূর টুইট আশিসটা প্রাণ ভরে !
টুইটি মোদের সুইটি মেয়ে হুসেন ফিদার তুলি
আঁকার পরে তোমার কোলে ফেলেছে মন ভুলি' ,


আজকে যে তার চোখ দেখেছে প্রথম ধরার আলো
আমরা কি আর ভুলতে পারি যাদের বাসি ভালো ?