অরুণের জন্মদিনে---
উদয় তোমার সূর্য সারথি , প্রাচ্য ঊষায় যবে
জবা সঙ্কাশ সূর্‍্যের রথে সাতঘোড়া নীল নভেঃ
ছুটিয়ে দিয়েছ সেদিন থেকেই , অদ্যাপি নয় স্তব্ধ
আপন করের বিকীরণে সবে আবিস্ট প্রীতিবদ্ধ ।
জন্মের সেই শুভক্ষণ টিকে আজকে স্মরণ ক'রে
জ্যেষ্ঠ তোমার , তাইতো জানাই আশিস হৃদয় ভ'রে


অরুণ ও সোমার বিবাহ বার্ষিকীতে---
অরুণ আলোয় উদ্ভাসিত সোমের আভায় সোমা
নীলকন্ঠের পার্বতী বা নারায়নের রমা !
যেমন মিলন সারা জীবন্ তেমনি মনের সুখে
প্রেমের হাওয়া সকল সময় বইতে দিও বুকে।
আজকের দিন প্রীতির প্রতীক আজ তোমাদের ছুটি
কূজন কেবল দুজনাতে আজ , নাও সব মজা লুটি'
নিত্য দিনের প্রাত্যহিকে আজ নিয়ে নাও অবকাশ,
আজ তোমাদের জীবনটা হোক মুক্ত সুনীলাকাশ।।

।। বুবুন ও আশিষের বিবাহবার্ষিকীর এই মধুর দিন টিকে মনে রেখে


সেদিনটা শেষ ফেব্রুয়ারীর , বছরটা লিপিয়ার ;
চার বছরের আবর্তনে আবার একটি বার
আজ মনে পড়ে সেদিনের স্মৃতি মনের আয়নাটাতে
ছায়া পড়ে তার ; প্রতিলিপি ছাপে মনের প্রতিটি পাতে !
সেদিনটা ছিল ফাল্গুন আর আগুন দিলেন সাক্ষ্য ;
হাতের উপর হাত ছিল , আর কয়েকটা বেদবাক্য ;
কাজটা কঠিন কিন্তু করেছো সকলি সহজ ক'রে
ব'য়েছ দুজনে মনের সুখেতে বারোটা বছর ধ'রে ।
এমনি ভাবেতে বেয়ে যেও তরী , যাবেই পৌঁছে তীরে ,
আদরে মাখানো আশিসটা রাখি , আজ তোমাদের শিরে ।।


মল্লিকার জন্মদিন টিকে মনে রেখে---


আমরা যতনে রেখেছি তোমার জন্মের দিনটিকে
হিয়ার মাঝারে চির উজ্জ্বল , দিইনিকো হতে ফিকে ।।
স্মরণেতে আছে প্রথম দিনের তোমার বিহগ গীতি ,
মনের আকাশে সন্ধ্যা তারার প্রথম জাগার স্মৃতি !
সে শুভখনের স্মৃতি অমলিন প্রথম দীপের শিখা
এখনো মোদের মনের বাগানে ফুটে আছো মল্লিকা !!


প্রদীপের জন্ম দিনে--


প্রদীপ ,তোমার স্থির উদ্ভাসে স্নিগ্ধ আলোর দ্যূতি
জীবন পথের ঠিকানা খুঁজতে হয়নিকো বিচ্যুতি...।।
আজকে তোমার শুভদিনটিকে স্মরণ করছি সবে ,
অপূর্ণ যত আকাঙ্খা গুলো সকলি পূর্ণ হবে ।।