বসন্তে আজ ঝরছে শিমূল
রসাল শাখায় আম্র মুকুল
গাইছে এখন ফিঙে দোয়েল
দেবদারুতে গাইছে কোয়েল
এখন মোদের অরেলিয়া কী জানি কি করছে !!
এখন কী খায় , শুচ্ছে কোথায়, কোন জামাটা পরছে !!


হয়ত এখন দিচ্ছে হামা
হয়তো গায়ে হলুদ জামা
হয়তো এখন দাঁত উঠেছে
হয়তো মুখে খই ফুটেছে
আমরা থাকি কলকাতাতে , কেমন করে বলবো ?
আমরা দুজন নই তো সুজন ! জানালে তো জানবো !!!


হয়তো এখন জেদ বেড়েছে ,
সোহাগ-কাড়া ছিঁচ কাঁদুনির ,
হয়তো এখন খোঁজ করেনা
খেলার সাথী প্রজাপতির--,
হয়তো গেছে সবই ভুলে ,
হাত-পা ছোঁড়ে শুইয়ে দিলে-
হয়তো খেতে চায়না কিছু ,
বায়না ধরে চড়তে কোলে ;


আমরা কেবল ভেবেই মরি ওখানে কী হচ্ছে !!
খোঁজ রাখে কেউ বুড়ো বুড়ির ? বাঁচছে কি না মরছে !!


আমরা নাকি খোঁজ রাখিনা
অনুভুতি গায় মাখিনা
মোদের নাকি স্বার্থ ছিল
হাবভাবে তা বুঝিয়ে দিল


তাদের মনে কি বিরাজে
আঘাত গুলো কোথায় বাজে
যা সব ঘটে নিজের সাজে
সাজিয়ে নিলে মনের মাঝে
তবেই বাজে হৃদয় মাঝে , বৃথাই মনে দুঃখ পুষি !
ভালো থাকুক যেথায় থাকে,থাকুক তারা যাতেই খুশি !!!