বাংলার বাউল--যার জাত-ধর্মের কোনো সংজ্ঞা মেলেনা----
শীতের শেষে বোলপুরের রাঙামাটির পথে একতারা হাতে যাদের দেখা মেলে---


বাউল মানে রাঙা মাটি ,
বাউল মানে বাতুল
বাউল মানে পথ ভোলা সেই
পথের খোঁজে আকুল !
বাউল মানে রঙিন মানুষ
ঢিলে পোশাক দাঁড়ি ও চুল
বাউল সে জন সারাটা ক্ষণ
মন নিয়ে যার খেলা
একতারাতে আপন সুরে
পায়ের পাতায় নৃত্য ঘোরে
মাতায় মাতাল পৌষ পার্বন
বাউল মানে মেলা !!


বাউল মানে আপনাতে খুশ
মন-মজা এক পীরিত -বেহুঁশ
চায়না কিছুই রাখতে ধরে
রাতুল চরণ বিনা--
বাউল মানে জাত-না-মানা
ধর্মটা কী নেইকো জানা
উদাস ফকির উদ্বাহু নাচ
শুন্যে মেলা ডানা !!
বাউল মানে বন্ধন হীন
অজানা ঠিকানা !!