পঞ্চশরকে দগ্ধ করিয়া ছড়াইয়া দিয়া ছাই
মহাদেব কতো ভুল করেছিলো , প্রতিপদে টের পাই !
শিবের কোপেতে ভস্ম সেদিন হয়েছিল ফুলশর
কামনার বিষে এখনো জ্বলন অসহ্য দুর্মর !!
এখন তো সেটা অর্থ পিপাসা কাম ভস্মের মত
ছড়িয়ে পড়েছে মহামারী রূপে কত ভাবে কত শত ।।
আমরা দেখেছি দরদী নেতারা উন্মাদ হয়ে ছোটে
কি যন্ত্রনায় রজত চাকার পায়ে মস্তক কুটে ।
নাড়ি ঘড়ি টিপে, আমরা দেখেছি জনতা এদেশে অন্ধ !
এ কথা ও জানি উৎকোচ নিতে নেই কোনো প্রতিবন্ধ ।।
কেলেঙ্কারিতে মরিনি আমরা ঘুষ নিয়ে ঘর করি
দেশের স্বার্থে সব কিছু করি , দেশের জন্যে মরি !!
ভাবছে সকলে , সি বি আই হ'লে ঝোলা থেকে হ"বে বার
মেনি নাকি হুলো চালাচ্ছে যারা উৎকোচ- কারবার !
আমরা তো যারা উৎকোচ জীবী রক্তবীজের বংশ
একটা মারলে দশটা গজাবে হবোনাকো কভু ধ্বংস !!
লজ্জায় নাকি মাথা কাটা যায়- শুনিতেছি যেথা সেথা !!
লজ্জা কিসের ? উলঙ্গ মোরা , মাথা নেই মাথা-ব্যথা ?
আমাদের বাপু মাথা টাথা নেই--হয়ে আছি ক ণিষ্ক !
আসল মগজ জমা আছে যেথা খোঁজো সেই মস্তিষ্ক !!!