ঘুষের টাকায় লাল হয়ে গেছি ,
তোমরা ভাবছো লজ্জায় ?
ঘুষ টা আমার ডাল ভাত ভাই,
গেঁথে গেছে মাস-মজ্জায় !!
নারদ-পারদ বাজারে বাড়ছে
সারা দেশ উত্তপ্ত ,
কোমর বেঁধেছো আমার সুনামে
করতে কালিমা লিপ্ত ??
নারদের হুলে হবো কুপোকাত
ভুল টা ভেবেছো ভায়া !
সারদার কথা ভুলতে পারিনি ,
পড়ে গেছে বড়ো মায়া !!
বড় মিঠা ছিল সেই উৎকোচ
স্বাদ লেগে আছে মুখে--
হজম হ'য়ে ও হজম হ'ল না
শেল বাজে আজ বুকে !!
শেলের কথায় , মনে পড়ে যায়
রয়েছি এবে যে "শেলে "---
জেলেতে থেকে ও দেশ সেবা করি
এটা কি কোথা ও মেলে ?
জেলেতে জন্ম শ্রীকৃষ্ণজীর
জেল খাটিয়াছে গান্ধী ,
মিছে দোষারোপ আঙুলটা তোলো
---আমি তো বিচার বন্দী !!!
যা করেছি সব জনগন হিতে
ক'রে গেছি প্রাণপাত
এখন আমার ভাগ্যে জুটছে
জেলে বসে ডাল-ভাত !!