কালকে ছিল ন্যাড়া পোড়া ,আজকে আবির বাঁদুরে রঙ
ম্যাটাডোরে রবীন্দ্র song ,গাইছে বা কেউ সেজেছে সং !!


আজকে হোলি !! আজ কোহলি মারবে বিরাট ছক্কা !
ব্যাট ছুটবে , বল ঘুরবে জিতবে ভারত পাক্কা !!


উন্মাদনা খেলার মাঠে , আকাশ-নীলে , মনে ,
উন্মাদনা পাখির ডাকে , পাতায় , ফুলে ,  বনে ।।
মাতছে HOLYমহোৎসবে , মাতছে দোলে পাড়া
প্রকৃতিতে রঙ লেগেছে , অন্তরে তার সাড়া !
আজ মনে দোল ; আজ প্রানে দোল ; মন চলে যায় দোলনায়---
শৈশবের ই স্মৃতির পথে হাঁটতে একা মন চায় !!


আজকে  বয়স চলছে ছুটে-- সত্ত্বর যাবে সত্তরে--
যদিও বাতাস বসন্তের ই , লাগছে তবু উত্তুরে !!
এখন তেমন সাধ জাগে না--আবির মাখাই গুলাব গালে ;
এখন কেবল কোকিল শুনি , দেবদারুটার পাত-আড়ালে ;
এখন শুনি ভীম পলাশি , পলাশ যখন ফুটছে বনে ,
হয়তো শিমূল ঝরতে থাকে মূলতানিতে মনের কোণে ;
পারিজাতের রক্ত ফোঁটা রাঙা মাটির পথকে রাঙায় --
রক্ত ঝরে অকারণে কোন সে দুঃখে আমার হিয়ায় ?
তবু ও বাজে আশাবরী ," আশাবরী "* র উচ্চতলে--
ভুলতে স্মৃতি চিরস্থায়ী , --কালের স্রোতে পাষাণ গলে !!
হাস্যে ঢাকা আস্য দেখে বোঝা কি যায় ভিতরে কি !!
বালির ভিতর ফল্গু ধারা ; বাহির কেবল আমরা দেখি !
হয়তো এই বসন্তটা আমার কাছে রোদন ভরা !
চাতক-চোখে বৃষ্টি খুঁজি --হৃদয়ে যে ভীষণ খরা !!!


* আশাবরী আমাদের ফ্ল্যাট বাড়িটার আদরের নাম; ওখানে আমাদের অনেক আশা লুকানো থাকে  !!


দোলের দিনে ক্রিকেট এবং একটি কবিতা


আজকে হোলি !! আজ কোহলি মারবে বিরাট ছক্কা !
ব্যাট ছুটবে , বল ঘুরবে জিতবে ভারত পাক্কা !!
রান ওঠেনা তাইতে রোহিত বো্ধ্ হয় অগ্নি শর্মা !
ফর্মেতে নেই , দুষছে সবাই ,বলছে অপকর্মা !!
রান ধাওয়াতে শিখর ধাওয়ান, রায়না ও কম যায় না ;
আরেকটি বার ছক্কা হাঁকায়  যুবরাজের বায়না !!!
আনহোনীকে করতে পারে এক্কেবারে হোনী ,
কলকাতার এই জামাই বাবু মহেন্দ্র সিং ধোনী !!
বোলিং-এতে স্যার জাদেজা ,আছেন নোতুনেরা
কেউ না থাকুক এক শো একাই,বোলার আশিস নেহ্ রা !!