অ্যাই পুঁচকি !--কবে যে তুই---
চারার থেকে বৃক্ষ হবি ?
কুঁড়ির থেকে পুস্প হবি ?
মলয় থেকে প্রলয় হ'য়ে
মেঘ গ'লিয়ে বৃষ্টি হবি ?
কবে যে তুই ঝর্না হবি ?
কবে হবি স্রোতস্বতী ?
বাজিয়ে পায়ে পাহাড় - নুড়ি
সাগর পানে ছুট্ লাগাবি ?
কবে হবি উড়োজাহাজ --
লাগবে আকাশ একটুখানি
তোর চোখেতে ? চিল শকুনি
উচ্চে ওঠায় লজ্জা পাবে ?
বল্ না রে তুই মিস্টি মেয়ে ,
কবে হবি কাল-বোশেখি ?
আমার ঘরে ভীষণ ধুলো,
-কোণায় যে সব ঝুল জমেছে
ঝড়ের হাওয়ায় উড়িয়ে দিবি  !!
বৃষ্টি-জলে রঙ ধুয়ে হয়
ছবির পাতা কোরা কাগজ
হৃদে'র রুধির রক্তিমতা
মুছে ফেলা নয়কো সহজ !!


চিনবি কবে সাদা কালো ?
জানবি কবে মন্দ ভালো ?
কোনটা যে সুখ , কোনটা অসুখ
কোনটা আসল , কোনটা ছবি ?
রোদ ঝলমল আলোতেও
ছায়ার কালো লুকিয়ে থাকে-
বর্ণচোরা চ্যামেলিয়ান
লুকিয়ে থাকে পাতার ফাঁকে !


যখন জ্ঞান গম্যি হবে
তখন মনে রাখিস্ যদি
বাইবি তরী --খুব হুঁশিয়ার !!
প্রবল স্রোতে বইছে নদী !!
কালের স্রোতে সময়টা বয় ,
সকল ই যায় , সত্যটা রয় !
আজ যেটাকে লাগছে ভালো--
কাল হয়তো গরল হবে ।
এ সংসারে চিরটা কাল
জেনে রাখিস্ , কেউ না রবে !!!


কবে যে তোর চোখ ফুটবে ?
সেই সেদিনের চোখের তারায়
দেখতে পাবি আকাশ ভরা
হাজার নিযুত তারার মাঝে
ছায়াপথের পথের ধারে
নিস্প্রভ এক সর্বহারা
ফুটে আছে একটি তারা --


চিনতে তারে ভুল ক'রোনা !!