কর্তা-----" জন্মদিনের শুভক্ষণে,
আজ ভেবেছি দেবোই কিছু
লক্ষ্মী দেবীর আঁচল ধ'রে
ঘুরবো কতো পিছু পিছু !!
কাদের তরে আর জমাবো ?
বৈভব সব রইবে পড়ে ,
দেবোই আজ সিওর কিছু--
বসলাম তাই নড়ে চড়ে !! "


গিন্নি-----"মনে যখন সাধ জেগেছে,
কেউ তো আর বাদ সাধেনি !
কথাই কেবল করছো খরচ ,
জমার টাকায় হাত পড়েনি ।
শুধু কথায় ভেজাও চিঁড়ে ,
দই তো আছে দোকানেতে !!
ভালোই জানো , পয়সা লাগে
করতে খরচ কিপটে হাতে !!


গিন্নি------"মুরোদ তোমার আছে জানা
করছি না তাই কোন ই মানা
পারলে দিও যেমন খুশী
উচ্ছে ,পটল , বেগুন কাণা--
যেগুলো সব কেউ কেনে না !!! "


কর্তা------" জানতাম তো ,কইবে টা কি ।
তোমায় কি আর কম টা জানি ?
সংসারটা সামলাও তো ,
তুমি ই গৃহের লক্ষ্মী রাণী !!
পোশাক আশাক , সোনা দানায়
লোভ করা কি তোমায় মানায় ?
তাই তো তোমায় , এই কবিতায়
'ভালোবাসা ' কেবল জানাই !!
চলো না আজ জন্মদিনে
ছোট্টো কিছু গিফটি কিনে ,
কাছের কোনো রেস্তোঁরাতে
দু জন ব'সে চাইনিজ খাই !!! "


কথোপকথনের এখানে ই সমাপ্তি !!
পরবর্তী অধ্যায় প্রকাশ করা সম্ভব হবে না বলে দুঃখিত !!!