উঠলো বাই তো , কটকে যাই !!
উঠলো বাই তো , পাহাড় চড়ি ,
উঠলো বাই তো ,সমুদ্দুরে--
ঢেউ-এর ঝুঁটি জাপটে ধরে ,
বালির বেলায় বিছ্না পেতে
বালির উপর ঘুমিয়ে পড়ি !!


উঠল বাই তো ছাদটাতে যাই ,
গভীর রাতে কেউ জেগে নাই ,
মাথার উপর আকাশ আঁধার
তন্দ্রা হারা লক্ষ তারার !!
উঠল বাই তো বন্ধ করি
সময় দেখার যন্ত্র ঘড়ি !!


ঘরের কোণে ঝুল জমেছে
মনের কোণে ঊর্ণনাভ
জাল পেতেছে ধরবে স্মৃতি
ভাবটা এমন -পেলেই খাবো !
উঠল বাই তো, তড়ি ঘড়ি
ঘরের কোণের ঝুল ঝাড়তে
নড়বড়ে ওই মইটা চড়ি !!


উঠল বাই তো, আবোল তাবোল
জ্বরের ঘোরে ডেলিরিয়াম ,
গালি-গালাজ খিস্তি-খেউড়
সঙ্গত দেয় হারমনিয়াম !!


এখন আমার ভীষণ ক্ষিধে--
খাবো পেলেই 'আবার খাবো '
গড়িয়া হাটের বাঞ্ছারামে ।
উঠল বাই তো,ফুটপাথে যাই
কিনতে সেলে শস্তা দামে !!


উঠল বাই তো আবির ছড়াই--
কৃষ্ণ চুড়ার গাল ফ্যাকাসে !
বসন্তের এই ফাগুন মাসে
রক্ত দানের শিবির থেকে
'ও পজিটিভ' রুধির যোগাই !!


এনিমিয়ায় ভুগছে বড়
পশ্চিমের ঐ আকাশটা ও
আলতা-গোলায় আপাততঃ
কাজ চালাবো ভাবছি তাও !!


আবির এতো কোথায় পাবো ?
রক্তিমতার অভাব বড়ো !
ভাবছি , যতো রুধির ঝরে ,
সে গুলো সব আঁজলা ভ'রে
এক জায়গায় কুড়িয়ে এনে
ব্লাড-ব্যাঙ্কে করবো জড়ো !!


এখন আমার উঠেছে বাই !
আপাততঃ রাঁচিতে যাই !!
সময় পেলে কটক যাবো ,
সময় পেলে আবার খাবো !
সময় পেলে দেখবো আকাশ
সময় পেলে ছাদকে যাবো !!
এখন আমার হাই উঠছে ,
এখন আমার ঘুম পেয়েছে
এখন আমার উঠেছে বাই !
এখন তবে , বাড়িতে যাই ??