মনসার আজ জেদ চেপে গেছে
চাঁদের হাতের ই পুজো চাই !!
" ওই এরিয়াতে আমার দলের খুঁজে দ্যাখ্
কোনো নেতা নেই !! "
চাঁদ বলে ," আমি শিবকেই মানি !!
পুজবো কেন রে চ্যাং মুড়ি কাণি ?
আমি সদাগর ! পয়সাটা আছে !!
আমার আবার কী টা চাই !!! "
"একটাই ব্যাটা , জোয়ান মরদ !
--বুঝিয়ে টা দেবো ব্যাওসা !!
সাদী টা দিয়েছি এই তো সেদিন--
আর কিসে ভয় ? বাঁচবো ক'দিন ?
পায়ের উপর পা টা নাচিয়ে
ভাঁড়ের গরম চা হাতে নিয়ে ,
সুজ্জি ডোবাটা দেখতে দেখতে
দিন কেটে যাবে এ্যায়সা !! "


" মনসাকে তুমি চেনোনাকো বাছা !!
দেখে নেবো কতো দর্প !! "


যেই মতো ভাবা , সেই মতো কাজ--
পাঠালেন কাল সর্প !
নির্দেশ তাঁর --"দ্যাখো বার বার ,
কোথায় লখিন্দর --!!
ব্যবসার যত কাগজ-পত্র
লুকানো রয়েছে যত্র তত্র ,
সোনা দানা ,গয়না গাঁটি
পেতল-কাঁসা ঘটি বাটি ,--
সুইস ব্যাঙ্কে লুকিয়ে রাখা
বেনামিতে , কালো টাকা
তন্ন তন্ন খুঁজে সিন্দুক ,
সব কিছু বার কর !!
কিছু ই যদি না পাস্ তেমন
ভালো ক'রে শোন্ , বলছি যেমন,
না পেলে তথ্য এই মামলাতে--
তা হ'লে চ'লে যা এই আজ রাতে
লখাইকে জানে খতম করে দে !!
জ্বালিয়ে দে গোটা বন !!
বুঝবে তখন ঠ্যালা কাকে বলে
বুঝবে তথন চাঁদ !!
ঘুঘুটি দেখেছো , দেখনিকো বাছা
ঘুঘু ধরিবার ফাঁদ !! "


মনসার কোপে ধোপে টিঁকলোনা
চাঁদু শা'র শত চেষ্টা !
অর্থ তো গেলো , তবু ভালো ছিলো --
ছেলেটার প্রাণ শেষ টায় !!
এতো কিছু হ'ল , তবু সদাগর
সৌম্য শান্ত বুদ্ধ !!
চোখে মুখে তার ছাপ নেই কোনো ,
হলেন না তিনি ক্রুদ্ধ !!
দুখেতে ও তিনি অনুদ্বিগ্ন
সুখেতে বিগত স্পৃহ !!
চুপ চাপ একা রইলেন বসে
বন্ধ করিয়া গৃহ ।
মহাদেব তাঁর আরাধ্য দেব--
শিবেতেই তিনি সিদ্ধ !!
কি করে ছাড়েন দলটা এখন
ভাবেন বসিয়া বৃদ্ধ !
সাত সাত ডিঙা ডুবে গেলো তার
তবু নিলেন না শিক্ষা ,
ছেলেটা মরলো সাপের কামড়ে
মাগেন নি প্রাণ ভিক্ষা !!


শেষ মেষ ঐ নতুন বৌটা
কাকুতি মিনতি ক'রে
মেটালো কেস টা মনসার সাথে ,
ডিঙা গুলো এল ঘরে !
প্রাণ টাও ফিরে পেয়ে গেলো শেষে
যমরাজ ছিলো , তা ই--
স ওয়ালে-জবাবে বেহুলা বালার
সত্যি ই জুড়ি নাই !!
*******************
এখন দেশেতে স্বস্তি এসেছে
মস্তিতে আছে প্রজা ।
চাঁদ মনসায় এক হয়ে গেছে
এখন কেবলি মজা !!
এখন মনসা পুজা ঘরে ঘরে
লখাইরা শুধু মরে
এটাই তো রীতি ,এটা রাজ নীতি
প্রচলিত চরাচরে !!!