আমায় ডেকে দোসর শুধায়--
" নদীর ওপার কখন যাবি ?
হোথায় সুখের হাট বসেছে ,
যা খুশী কেন্ শস্তা পাবি !!
এপারে তো বাজার আগুন !
হা-হুতোশ টা লেগেই আছে !
নেতার কথার ফুলঝুরিতে
মধ্যবিত্ত কদিন বাঁচে ?
এপার বাজার গরম এখন
দর-দস্তুর ব্যাজার মুখে !
তক্কা তক্কি লেগেই আছে
ভুগছে মানুষ এক অসুখে !!
অসুখটা আর নয়তো কিছু
আসল রাজার ব্যাপার স্যাপার !!
খাচ্ছে নেতা লুটে পুটে
গরিব মানুষ খাচ্ছে যে মার !!
ও দিক থেকে আনতে এদিক
সংসারেতে ঘর্ম ছোটে !
আপাত সুখ হয়তো বা পাই ,
খুশীটা তো পাইনা মোটে !!
দেশের টানে থাকছি  পড়ে
দেশ ছাড়তে প্রাণে বাজে ,
যত দিন না ওপারে যাই
স্বস্তিটা নাই মনেই মাঝে !! "


" হয়তো গিয়ে দেখ্ বি হোথায়
সবই সমান রকম সকম !
কপচে চলে মুখস্থ টা
ফুলিয়ে গলা বকম্ বকম্ !!!
এপারে যে অসুখ চলে
ওপারে তার মহামারী !
তোর কপালে যেমন আছে ,
দুর্ভোগটা তেমন তার ই !! "