বড় বাবু বলে  সেনা বাহিনীকে
"তোমরা আবার কারা ?"
গুনতে লেগেছো সংখ্যা টা কেন
আজকে মরেছে যারা  ?
ধ্বস থেকে টেনে বাড়াচ্ছ খালি
ক্রমশঃ মৃতের সংখ্যা !
ক্ষতিপুরণের খরচ মেটাতে
তোমার তো নেই শঙ্কা !!
তোমরা কি জানো-মৃত দেহ পিছু
পাঁচ লাখ আছে খরচা ?
এমনিতে ঋণে রাজ্যটা ডুবে
-শোনোনিকো সেই চর্চা ?
এসে গেছ , বেশ ,-ওই খানে থাক
সার দিয়ে পাশে দাঁড়িয়ে !!
আমরা তো বাপু  ,ও কাজেতে নেই
ধ্বস গারবেজ মাড়িয়ে !!
আমাদের কাজ ,  যত গুলো বডি সনাক্ত করা যাবে
লাশ কাটা ঘরে পৌঁছে দিলেই বাস্  ! কাজ শেষ হবে !!
উদ্ধার কাজ করছে করুক ,
কাজ যার নেই হাতে !
আমরা তো বাপু , হাত লাগাবো না
কিছু না পড়লে পাতে !!


***
আজ গনেশ টকিজের কাছে উড়াল পুল ভেঙে বহু মানুষ ধ্বসের মধ্যে আটকে পড়ে প্রাণ হারান , বহু মানুষ গুরুতর আহত হ'ন। উদ্ধার কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিতে সেনাবাহিনী আসে আমন্ত্রিত হয়ে । কিন্তু , খবরে প্রকাশ , অজানা কোন বিশেষ কারণে কোনো পদস্থ পুলিশ অফিসার তাদের উদ্ধার কাজে বাধা দেন। সেনারা বাধ্য হয়ে কাজ বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে থাকে ।
এই লেখাটা এক অসচ্চরিত্র পুলিশ কর্মীর ব্যক্তিগত কথোপকথন-- সম্পূর্ণ কাল্পনিক !! কোনো ভাবেই সাধারনীকরণ করবেন না--এটা বিশেষ অনুরোধ !!