কেরলের কোল্লামে পুট্টিঙ্গাল মন্দিরে ভয়াবহ অগ্নিকান্ডে শতাধিক ভক্তিপ্রাণ মানুষ ভীত ,পদদলিত ও অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন । সরকারি ভাবে ছিয়াশি জন ।প্রায় তিনশ' জন আহত ।--এই দুখঃদ সংবাদ ভীষন ভাবে মনকে নাড়া দেয় । তার ই তাৎক্ষনিক প্রতিক্রিয়া ই এই ছোট্ট কবিতা টি---


তোমার পায়েতে আশ্রয় চেয়ে
শতেক ভক্তজন
বহু কষ্টের পথটা পেরিয়ে ,
কন্টকে ছাওয়া বন ,
দুস্তর যত পাথরের পথ ,
রৌদ্র- তপ্ত বালি--
সব কিছু করে তুচ্ছ তাহারা
এসেছিল পথ চলি ।
তুমি ই তো জানি আশ্রয় দাতা !
সকল বিপদে ত্রাতা !!
তোমার ঘরেতে মরেছে মানুষ
তোমার লাগে না ব্যথা ?
নিজেই পারোনা রক্ষিতে তব
নিজের ই ভক্ত জনে !
কী করে তোমায় ঈশ্বর মানি
দয়াময় ভাবি মনে ?