আজ বিকেলে চড়ক পুজো
কালকে নববর্ষ !!
খাওয়া দাওয়া র সুযোগ পেলেই
বঙ্গবাসীর হর্ষ !!


বিমর্ষ তো সারা বছর
লেগেই আছে খচর-মচর !!
চচ্চড়ি আর অরহড় ডালে
দৈনন্দিন ভরতে গালে
কার বলো আর ভালো লাগে ?
বলে দিচ্ছি আগে ভাগে--
কালকে আমি সবই খাবো ,
মানবো না কো মানা ।
কালকে আমি মুক্ত পাখি ;
উড়বে আমার মুক্ত ডানা !!


রোজ যেটা খাই, খাওয়া বলে ?
' গেলন ' বলে ওটা !!
ঝনাৎ করে ফেললো থালা--
তার চে' বরং অফিস পালা !!
তার উপরে গিন্নীর ওই
নিত্যি সাথী মুখ ঝামটা
গোগ্রাসে তে গিলে ফেলে
আপিস পাণে বেদম ছোটা !!


একটা দিন তো খেতেই পারি
মাছ দুরকমের , মাংস পাঁঠার
বিউলির ডাল , পোস্ত আলুর
ঝাল লাগানো ব্রহ্ম তালুর
কোফতা কাবাব করতে সাবাড় !!


অজীর্ণতার রোগে ভুগে
মরছে তো রোজ কতো এ যুগে !
প্রেসার থাকুক , সুগার থাকুক
মানবো না আজ কোনো মানা ।
এমন খাবো , কবজি ডোবার
চক্ষু চড়ক হবেই সবার !
আজকে আমি দেখিয়ে দেব
ভোজন রসিক বাঙ্গালিয়ানা !!


বঙ্গনারী ভালোই জানে
কর্তা সর্বভূক তো !
গবেষনায় গভীর ভাবে
ঋষিণা তাই প্রোক্ত !!
এমনটি খাও এমনি দিনে
খাদ্যাহারের মাত্রা চিনে
নইলে আবার ছুটতে হবেই
কচ্ছ করেই মুক্ত !!!