চৈত্র গেল , কিমাশ্চর্য !! ঝড়ঝঞ্ঝার টিকিটি নাই ,
উল্টে এলো ভূমিকম্প তার কাঁপুনির টেরটি যে পাই !!
হচ্ছে যা হোক্ , আমার কিন্তু , বর্ষ শেষের আনন্দ চাই !!!


কবি বলেন , চৈতি চিতার ভস্ম নাকি উড়ছে এখন ,
বর্ষ বরণ কালবোশেখি এলই বলে যখন তখন !!


আজকে সকাল অন্য রকম --ঠিক কি রকম বলতে নারি !
ভাঁড়ার হেঁসেল সকাল থেকেই ব্যস্ত যত বঙ্গ নারী !!
কী করে যে ঘুষ দিতে হয় মন ভোলাতে বাড়ির পুরুষ
পেটের পূজো হলেই হোলো , প্রাণে আরাম , মনেতে খুশ !!
আজকে সবার খুশির ঝিলিক , বিজলি খেলে মনের কোণে
বৃক্ষ শাখে দোয়েল ডাকে , পলাশ রাঙে সবুজ বনে !
গিন্নি পরেন তাঁতের শাড়ি , কর্তা পরেন কোঁচানো ধুতি
রেশম পশম --সব ছেড়েছেন এই গরমে কেবল সূতি !!
ছেড়ে সাধের কাঁচের চুড়ি সোনায় সাজেন ছুঁড়ি-বুড়ি !
শাঁখা-পলায় ঘোমটা মাথায় আজ সেজেছেন বৌ-শাশুড়ি !!
সকাল থেকেই চায়ের আসর গুলতানি আর পুরাতনী
বাংলা গানের সঙ্গে মেশে কিসনচূড়ায় কোকিল ধ্বনি !!
এখন তো ফের উচ্ছব আরেক রাজ্য জুড়ে ভোটের মাতন
তর্ক চলে উচ্চগ্রামে গানের সাথে যেমন বাদন !!
তর্ক চলে কেনা কাটার শহরে বা গঞ্জে গ্রামে !
চৈত্র সেলে জিনিস বিকোয় নেতা বিকোয় শস্তা দামে !!