আলাপ যখন চলতেছিল
উঠতেছিল হাই !!
তবলচি ভাই সুযোগ মত
ঝাড়ল এক তেহাই !!


অমনি হলাম নিদ্রাহারা
(ব'লতে পারো দিশেহারা )
বিস্ফারিত চক্ষু তারা !!
চতুর্দিকে চোখ বুলিয়ে--
পড়েছে নাল যা গড়িয়ে--
সে টুকু সব নিলাম টেনে ,
পানীয় এক ঢোক্ !!
দেখছো তো ভাই আমি কেমন ,
সমঝদার ও তোমার মতন
ভারতীয় ক্ল্যাশিকেলের
কেমন সমর্থক !!


সেতারটাতে চলছে ঝালা ;
আমার কানে ঝালাপালা !!
গিরগিটিটা পাত আড়ালে
নাড়াচ্ছে মস্তক !!
সবই যেন ঠিক বুঝেছে ;
গানের গুঁতোয় মন মজেছে ;
এমনটি ভাব --সবই জানা
যা হচ্ছে ইস্তক্ !!


সবাই যাতে বুঝতে পারে--
গিটকিরিতে তালটা পড়ে,
ঘুরে ফিরে অনেক দূরে--
ফিরে এসেই শম্ !
গায়ক যখন দমটি ফ্যালে
আমিও নি ই দম !!
সবাইকে তো বোঝাতে হবে
আম্মো কিসে কম !!!


আমি যে এক কেও-কেটা
আর , নয়কো বেরসিক !
সময় মতো গানের তালে
ঝোঁকটা লাগাই ঠিক ।


জানুক সবাই জ্ঞানটা আমার
ভারতীয় গীত মার্গে !
স্বর্ণাক্ষরে লিখিত হোক্
পত্রিকা সন্মার্গে !!