ওহে , জ্ঞানী ভু-বিজ্ঞানী --
--গবেষণায় বলছে টা কি ?
বলতে পারো , কবে আবার
কলিকাতার কাঁপবে মাটি ?
বলতে পারো জলোচ্ছ্বাসে
দীঘার দিঘি উতাল হবে
সুনামির ওই উদোম নাচে ?
বলতে পারো পুরুলিয়ায়
আবার কবে বৃষ্টি হবে ?
শুখনো কুঁয়োর সারি সারি
কলসি ঘটির লাইনটা যাবে ?


বলতে পারো , পুঞ্জ মেঘে
কৃষ্ণ আকাশ আবার কবে
চোখের জলের বাণ ভাসাবে
প্রোষিতভর্তৃকা নারী
আবার কবে মেঘকে ডেকে
নোতুন করে দুত পাঠাবে ?


প্রকৃতিটার দপ্তরে ভাই
সবই দেখি ভীষণ গোপন !!
সব ফাইলই ফিতেয় বাঁধা
সিন্দুকেতে বন্ধ তালা !!
পাণ্ডুলিপি ধুলায় ধূসর
অব্যবহার পোকায় কাটা !!
হঠাৎ হঠাৎ জীর্ণ পাতা
পাগলপারা বেরিয়ে পড়ে
শূন্য করে বন্দীশালা !!


একটা ব্যাপার কেবল ভাবি
মানুষ কেন টেরটি না পায় ?
পাপারাৎজি কিংবা স্টিং-এর
কী কৌশলে , সুকৌশলে
পিঁপড়ে ইঁদুর আগের থেকেই
বিপর্যয়ের খবরটা পায় ?
গহ্বর ছেড়ে মূষিক ভাগে
আগে ভাগে বাণের আগে ;
দাবানলে প্রাণ বাঁচাতে
শেয়াল নকুল অরণ্যানি
ত্যাগ করে ধায় শহর পাণে ;
ভাবী বিপদ আসছে কবে
সে জানে , তার বোধই জানে !!


ছোট্ট যে এক পিপীলিকা--
ভবিষ্যতের ভু-কাঁপনের
কী করে পায় অনুভুতি ?
বাদুড় মশক সুপার সোনিক
ওয়েভ শুনে
বাণীতে পায় সাবধানতার --
মানুষের তো নেই সে শ্রুতি !!


আলিপুরের আবহাওয়াবিদ
যেদিন জানায় বৃষ্টি হবে --
সেদিন রোদে দিন ঝলমল
ভবিষ্যৎ টা মিললো কবে ??


তাইতো মানুষ বারিস কালে
বৃষ্টি আসুক , নাই বা আসুক
বগলে দাবে ছত্রখানি
মেনেই বাণী সু-সাবধানী !!!