তুমি আমার সেঁজুতি গো,মলিন আলোর অহমিকা
বিধুর হিয়ার বিষাদ দ্যুতি মন্দ বায়ে বিধূত শিখা।
গোপন প্রাণের একাকিনী, সাঁঝতারাটির সঙ্গিনী গো,
তুমি আমার শারদীয়া অমারাতির নীহারিকা।
উগ্ররূপার অপহ্নুতি,গন্ধবিহ্বল স্নিগ্ধা যূথী,
তুমি আমার সকাল বেলায়, হেলায় ঝরা শেফালিকা।
শোনিত শিহর হিয়ার মাঝে প্রাবৃট কালের স্রোতস্বতী,
তুমি আমার ঘুম-ঘোচানো চিন্তা ধারায় মধ্য রাতি,
স্বপনপুরীর রাজকুমারী মনের কোণের মেঘবালিকা।
তোমাকে তো সত্যি মানি,নয়কো তুমি স্বপ্নছায়া
নয়কো তুমি মায়া কেবল,ঊষর মরুর মরিচিকা।